সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তে ও নকশিয়া লামাপুঞ্জি সীমান্তে দিয়ে চোরাই পথে প্রতিনিয়ত দেশে আসছে গরু-মহিষ, ইয়াবা, মদসহ বিভিন্ন রকমের ভারতীয় অবৈধ পন্য। এদিকে সুত্রমতে, ভারত থেকে সীমান্ত দিয়ে দেশে আসা এসকল নিষিদ্ধ পণ্যের মদতদাতা ও বিজিবির লাইনম্যান হিসেবে ব্যাপক পরিচিত হাজিপুর (ঢালার পার) এলাকার মৃত ইদ্রিস ওরফে মন্ত্রীর পুত্র দুলাল আহমদ (৩২) ওরফে লাইনম্যান দুলাল।
স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে- দুলাল দীর্ঘদিন থেকে সীমান্তের চোরাচালানের সাথে সম্পৃক্ততা থাকায় প্রতাপপুর বিওপি এবং সংরাম ৪৮ বিওপির সাথে তার সু-সম্পর্ক গড়ে উঠে। আর এই সুযোগে সে আঙ্গুল ফুলে কলাগাছ লাইনম্যান দুলাল। বিজিবির আর্শীবাদে রাতারাতি লাইনম্যান দুলাল বনে গেছে সীমান্তের চোরাচালান রাজ্যের মুকুটহীন সম্রাট।
অভিযোগ আছে, লাইনম্যান দুলাল বিভিন্নভাবে বিজিবির নাম ভাঙ্গিয়ে ভারতীয় পণ্য চোরাকারবারীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করছে। তবে এসব অস্বীকার বরাবরের মতো বিজিবি বলে অন্য কথা। তবে বিজিবির নামে সীমান্তের চোরাচালান রাজ্যের লাইন ক্লিয়ার রাখতে চোরাকারবারীদের কাছ হইতে টাকা উত্তেলোন করছেলা ইনম্যান দুলাল যা বর্তমানেও চলমান। কেউ টাকা না দিলে সীমান্তের দায়িত্বরত বিজিবিকে দিয়ে মালামাল জব্দ করায় লাইনম্যান দুলাল। এতে করে যেমন লাইনম্যান দুলালের পকেট ভারী হচ্ছে ঠিক তেমনি বিজিবির কিছু অসাধু কর্মকর্তাদের পকেটে ডুকছে সাপ্তাহিক বখরা।
চলমান সময়ে সীমান্ত পথে গরু-মহিষ চোরাচালান চক্র পূনরায় সক্রিয় হয়ে উঠলে বিষয়টি নজরে আসে স্থানীয় সাংবাদিকদের। তারা এই সীমান্ত এলাকার বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে লাইনম্যান দুলাল সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে তার চোরাচালন সিন্ডিকেট নিয়ে দেশীয় অস্ত্রের মহড়ায় তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় মামলার পক্রিয়া চলমান বলে জানান ঘটনাস্থলে আহত সাংবাদিকরা। এছাড়াও লাইনম্যান দুলাল বিভিন্ন লোক মারফতে ও তাদের ব্যবহৃত নাম্বারে ফোন করে তাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে এমন কি এই সীমান্তে তাদের যেন সে আর না দেখে, নইলে তাদের নিষিদ্ধ কোন বস্তু দিয়ে বিজিবির হাতে তাদের গ্রেফতার করানোর হুমকি দিচ্ছে যা এখনও চলমান।
এ ব্যাপারে প্রতাপপুর বিজিবি ক্যাম্পের সুবেদার নায়েক হাবিবুর রহমানের সঙ্গে মুঠুফোনে যোগাযোগ করলে তিনি জানান, দুলাল নামে আমাদের কোন লাইনম্যান নেই। তবে দুলাল নামের কেউ যে বিজিবির নামে টাকা তুলছে সেই বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন- বিজিবির নাম ভাঙ্গিয়ে টাকা তুলার বিষয়টি শুনেছি হাতেনাতে প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd