সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেট জেলার গোয়াইনঘাট ইপজেলায় মিথ্যা মামলা দিয়ে শিক্ষকদের হয়রানির করার অভিযোগে এনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত দরখাস্ত দায়ের করেছেন দুই শিক্ষক ও এক দিনমজুর কৃষক।
রোজ বুধবার (১৪ই ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন- গোয়াইনঘাটের টুকইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসীম উদ্দিন যাহার শিক্ষক পিন নং-
৯১৬০২০৭০১১২০৮, গোয়াইনঘাটের সাকের পেকেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসলিম উদ্দিন যাহার শিক্ষক পিন নং- ৯১৬০২০৭০১০৬০৫ ও গোয়াইনঘাটের সাকের পেকেরখাল এলাকার মৃত. মাহমুদ হাসানের পুত্র দিনমজুর কৃষক আমির উদ্দিন।
অভিযোগ সুত্রে জানা গেছে- উক্ত দুই শিক্ষকের সহিত সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন খিত্তা খালরপাড় এলাকার মৃত. আব্দুল মন্নানের পুত্র জনৈক মুহিবুল ইসলামের কিছুদিন পূর্বে সামজিকতা নিয়া কথা কাটাকাটি হয়। যার জের ধরে জনৈক মুহিবুল ইসলাম বাদী হয়ে ওই দুই শিক্ষক ও ওই কৃষকে হয়রানির করার লক্ষ্যে গত ১১ নভেম্বর ২০২২ ইং তারিখে ধারা- ৩৪১/৪৪৭/ ৩২৩/৩৭৯/২৮৪/ ৪২৭/ ৫০৬ দঃবিঃ অপরাধে গোয়াইনঘাট থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন, যাহার থানার মামলা নং- ১০।
দরখাস্তে আরো অভিযোগ করেন- তাদেরকে হয়রানী ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্যই জনৈক মুহিবুল ইসলাম এই মামলা দায়ের করেছে। তারা নিজেদের নিরপরাধ দাবী করে বলেন- মামলা দায়েরের পর থেকেই পুলিশ তাদেরকে
হয়রানী করছে। যার ফলে তারা বিদ্যালয়ে যাতায়াত করতে পারছেন না।
সর্বশেষে অযথা পুলিশের হয়রানি ও মিথ্যা মামলা থেকে তাদের অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd