বিশ্বনাথে ক্যান্সার রোগে আক্রান্ত জাকারিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

বিশ্বনাথে ক্যান্সার রোগে আক্রান্ত জাকারিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি : ক্যান্সার রোগে আক্রান্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত জবান আলীর ছেলে মোহাম্মদ জাকারিয়া আহমদকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক খাজাঞ্চি ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

আজ (২১ ডিসেম্বর ) বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর গ্রামের অসুস্থ জাকারিয়া আহমেদের নিজ বাড়ীতে গিয়ে তার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ৬৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠক মুনসুর আলম, দৈনিক সময় সিলেট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক আ.খ.ম এনামুল হক, লেখক ও সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সংগঠক হাফেজ নিজাম উদ্দিন সিদ্দিকী, রিয়াজ উদ্দিন, আনোয়ার আহমদ, আব্দুল মালিক প্রমূখ উপস্থিত ছিলেন।

পরিশেষে অসুস্থ জাকারিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবারবর্গ। পাশাপাশি আজকে এই কঠিন মূহুর্তে যে বা যাহারা সেবার লক্ষ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন জাকারিয়ার পরিবার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। তিনি জানান, আমি বাঁচতে চাই। সবার সহযোগিতা পেলে আমি আবার ফিরে পাবো নতুন জীবন। আমার এক ছেলে এক মেয়ে। আর পরিবারের কোন রোজগার করার মতো কোন মানুষ নেই।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..