সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার ঘুষ, দুর্নীতি ও তহবিল আত্মসাতের ঘটনা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েও অধ্যক্ষসহ ২২জনের ২মাসের বেতন বন্ধ রয়েছে।
জানাগেছে, গত ৬ফেব্রুয়ারী তেলিকোনা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র ফারুক আহমদ বাদী হয়ে সিলেটের জেলা ও দায়রা জজ এবং সিনিয়র স্পেশাল জজ আদালতে স্পেশাল মামলা নং-০৪/২০২২ দায়ের করেন। মামলায় মাদরাসার অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ হোসাইন ও শিক্ষক সালেহ আহমদকে আসামী করে ১৯৪৭সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) তৎসহ দন্ডবিধি ৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারার মাদরাসার বিপুল পরিমাণ টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ আনা হয়। শুনানী শেষে আদালত তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে নিদের্শ দেন।
দুর্নীতি দমন কমিশন, দুদক প্রধান কার্যালয়ে মামলাটি অনুমোদনপ্রাপ্ত হয়ে সিলেট জেলা কার্যালয়ের সমন্বয়ক সহকারি পরিচালক মো: নুরুল ইসলাম মামলাটি তদন্ত করেন। আট মাস তদন্ত শেষে গত ৯ সেপ্টেম্বর আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামী অধ্যক্ষ আবু তাহের ও শিক্ষক সালেহ আহমদ এর বিরুদ্ধে মাদরাসার তহবিল আত্মসাত, অনিয়ম ও স্বজনপ্রীতির কোন প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক তদন্তকারি কর্মকর্তা নুরুল ইসলাম
অধ্যক্ষ জানান, আদালতে এমন রির্পোট দাখিলের পর বিরোধী পক্ষ প্রশাসনে বিভিন্ন অভিযোগ দায়ের করলে কোন রকম তদন্ত ছাড়াই বিশ^নাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বড় অঙ্কের ঘুষ নিয়ে একটি তদন্ত রির্পোট দাখিল করলে, উক্ত রির্পোট মাদরাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়। সূত্রমতে, গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন ও ভাতা অধ্যক্ষ সহ ২২জনের বন্ধ রয়েছে।
অধ্যক্ষের অভিযোগ, সরকারের নিদের্শনা মতে ৮০শতক ভূমির উপর খোলা জায়গায় দু’তলা ভবন নির্মাণের প্রস্তাব করায় জামাত-শিবিরচক্র বড় অঙ্কের টাকা খরচ করে আমার অপসারণসহ নানা হয়রানী করা হচ্ছে। মখলিছুর রহমান নামের একজন শিক্ষক প্রতি রমজান মাসে উগ্রবাদীদের রাতে প্রশিক্ষণ দিয়ে থাকেন। উগ্রবাদীদের বিষয়ে অভিযোগ দায়ের করা হলে বিশ^নাথ থানার সাবেক ওসি বড় অঙ্কের টাকার বিনিময়ে সত্যতা পাওয়া যায়নি বলে রির্পোট দাখিল করেন। এরপর থেকে চক্রটি বেপরোয়া হয়েছে।
এলাকাবাসির অভিযোগ, মাদরাসাটি নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গি সংগঠনের ভেড়া জালে আবদ্ধ। মসজিদ, কবরস্থান, বাড়ী ও প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী সীমানার ভেতরে ৭শতক ভূমির উপর একটি পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে। একটি সরকার প্রতিষ্টানে অধিকাংশ শিক্ষক জামাত বিএনপি’র সাথে সরাসরি জড়িত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd