প্রযুক্তি আমাদের কোথায় নিচ্ছে !

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

প্রযুক্তি আমাদের কোথায় নিচ্ছে !
অমিতা বর্দ্ধন :: তথ্য-প্রযুক্তি সমগ্র বিশ্বকে হাতের মুঠোয় এনে দিলেও কেড়ে নিয়েছে পারিবারিক বন্ধনকে,পরিবারে এখন সেই আগের মত একত্রিত হতে পারছে না মোবাইল নিয়েই যার যার মত সময় কাটাচ্ছে । ছোট্ট শিশুটিও এর থেকে ব্যতিক্রম নয় সেও মা- বাবার সঙ্গ তুচ্ছ করে মোবাইল নিয়ে মেতে আছে । ছোটরা এখন আর মায়ের আঁচল ধরে ঘোর ঘোর করা , পুতুল – বিয়ে রান্না – বাটি, ইত্যাদি ছেলে বেলার ঐতিহ্য পূর্ণ চরিত্রগুলো বিলুপ্ত হয়ে গেছে ! মা- বাবা এখন ছোট্ট দের নিয়ে ব্যস্ত হতে তেমন দেখা যায় না । কিন্তু এর প্রতিক্রিয়া ভবিষ্যতে কি বয়ে আনবে তা ভাবার সময় কই ? যার প্রতিফলন আমরা বিভিন্ন মিডিয়াতে পাই , হতাশ হই ! সন্তানের হাতে ম – বাবা খুন , ইত্যদি নানা নিশংস ও নির্মম ঘটনা !
যুবকরাও আজকাল সিনেমা হলে , মঞ্চ নাটকে বা কেরাম খেলা , লুডু , হাডুডু খেলা তে সময় ব্যয় না করে মোবাইল নিয়েই ব্যস্ত । তার পরিণতি ও খুব দুঃখ জনক ।
মা -বাবারা সে দিকে সতর্ক না হলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ পরিনতির বয়ে আনবে ।
ছেলেবেলার কবিতাটি মনের দরজায় উঁকি দিচ্ছে —
” আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে
সবার আগে কুসুম বাগে উঠব আমি জেগে ………
আদেশ করেন যাহা মোর গুরু জনে
আমি যেন সেই কজ করি ভালো মনে ………।
প্রাবন্ধিক , গল্পকার কবি অমিতা বর্দ্ধন ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..