থামছে না কৃষি জমির মাটি উত্তোলন

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

থামছে না কৃষি জমির মাটি উত্তোলন

আজমিরীগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ সদরে কোন ভাবেই থামছে না কৃষি জমি থেকে মাটি উত্তোলন। প্রশাসনের অভিযান, দন্ড প্রদানের দিন তিনেক না পেরুতেই আবারো শুরু হয়েছে কৃষি জমি থেকে মাটি উত্তোলন ও বিক্রি।

উপজেলা কৃষি অধিদপ্তর থেকে বলা হচ্ছে জমির উপরিভাগ কেটে মাটি উত্তোলন করার ফলে জমি তার উর্বরতা শক্তি হারাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ট্রাক্টর (স্থানীয় ভাষায় কুত্তা গাড়ি) দিয়ে সেই মাটি পৌরসদরের লাল মিয়া বাজারে প্রভাত দেব ও আবু তাহের মিয়ার ভিট ভরাট করতে দেখা যায়।

স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের কালিনজুড়া হাওড় থেকে একটি চক্র ফসলি জমির উপরিভাগ কেটে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভিটে তৈরি করার জন্য বিক্রি করছে। প্রতি ট্রাক্টর গাড়ি মাটি ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করছে চক্রটি। এরই প্রেক্ষিতে গত ২৬ ডিসেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম চক্রের দুই গাড়ি চালক সাইফুল ও আব্দুর রহমানকে আটক করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। কিন্তু দন্ডাদেশের তিনদিন পরই উপজেলা প্রশাসন থেকে মাত্র কয়েকশ মিটার দুরত্বে আবারও মাটি বিক্রি শুরু করে চক্রটি।

উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান বলেন, জমির উপরিভাগ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত জৈব পদার্থ (মাটির পুষ্টিগুণ) বিদ্যমান থাকে। উপরিভাগের মাটি কেটে নিলে মাটি তার উর্বরতা হারিয়ে ফেলে। বিষয়টি আমি এসিল্যান্ড মহোদয়কে অবগত করে ব্যাবস্থা গ্রহণ করবো।

প্রভাত দেব বলেন, মাটি তারা কোথা থেকে আনছে বলতে পারবো না। অমি প্রতি গাড়ি মাটি ৮০০ টাকা ধরে কিনছি।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম জানান- আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কেউ যদি আবারো এহেন কর্মকান্ড চালিয়ে মাটি উত্তোলন করেন তাহলে আমরা আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2022
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..