সিলেট জেলা প্রেসক্লাব’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩

সিলেট জেলা প্রেসক্লাব’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

সিলেট :: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম ও টানা তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেলসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব।

বুধবার (০৪ জানুয়ারি) নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানার সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার’র সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন, সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভি’র সাবেক সিলেট জেলা প্রতিনিধি কামরুল হাসান ও সহ-সভাপতি মোশারফ হোসেন খানসহ নেতৃবৃন্দ।

এদিকে, গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় হাসিনা-নবেলের শক্তিশালী নেতৃত্বে সকল গণমাধ্যমকে প্রাধান্য দিয়ে আগামীতে আরও ভালো কাজের প্রত্যাশা জানিয়ে সমাজের ইতিবাচক দিকগুলো তুলে আনার আহ্বান জানান সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দরা।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর (শনিবার) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সাংবাদিকতার শতবছরের ইতিহাস গড়ে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কবি মরহুম মহিউদ্দিন শীরুর সহধর্মীনি হাসিনা বেগম। আর টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাঈদ চৌধুরী টিপু, সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, পাঠাগার সম্পাদক মোঃ আবু বক্কর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠু দাস, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এনামুল কবীর, নির্বাহী সদস্য মোঃ শাহীন আহমদ, মাহমুদ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, রণজিৎ কুমার সিংহ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..