সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: বইছে শৈত্য প্রবাহ। শীতে কাঁপছে দেশ। চরম ভোগান্তি পোহাচ্ছেন সারা দেশের অসহায় শীতার্ত মানুষ। অসহায় দরিদ্র মানুষ বিশেষ করে শিশুদের ভোগান্তির শেষ নেই। মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট নগরীর এক ব্যবসায়ী।
ব্যবসায়ী খোকন ইসলাম সিলেট মহনগর ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও মহনগর হাকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। তিনি ইংরেজী নববর্ষের শুরু থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা শুরু করেছেন। তারাই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ ধরে সিলেটে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।
ব্যবসায়ী খোকন ইসলাম রাতের আধারে সাংবাদিক আবুল হোসেনকে নিয়ে নগরীর শাহজালাল (রাঃ.) মাজার, রেলওয়ে স্টেশন ও মেডিকেল এলাকায় পথচারীদের মধ্যে কাপড় বিতরণ করছেন। এছাড়া নগরীর বিভিন্ন মার্কেটের সামনে ও রাস্তায় পাশে ফুটপাতে থাকা এই মানুষগুলোকে খুজে খুজে শীতবস্ত্র দেন তারা।
ব্যবসায়ী খোকন ইসলাম বলেন, বিভিন্ন অসহায় পথশিশু হতদরিদ্র দিনমজুর মানুষের শীতবস্ত্র বিতরণ করছি। সাধ্য অনুযায়ী নিজ এলাকার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd