গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃসিলেটের গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে সাম্প্রতিক সময়ে গোয়াইনঘাট উপজেলায় বিছিন্ন ভাবে গরু চুরির একাধিক ঘটনার বিষয়টি সভাকে অবগত করেন বক্তারা। এছাড়া গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কাঁঠাল বাড়ী গ্রামবাসীদের মধ্যে পাতনি খাল নিয়ে বিরোধের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তাদের যৌথ সমন্বয়ে সীমান্ত চোরাচালান বন্দে কার্যকরি ভূমিকা নেয়ার পরামর্শ দেয়া হয়। অপরিকল্পিত ইটভাটা ও লাইসেন্স বিহীন কমিউনিটি ক্লিনিক বন্ধে সংশ্লিষ্টদের কার্যকরি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী দ্বারা অসহায় ও দরিদ্র মানুষের রূপায়িত ধানে মূর্তা বাগানের বিষয়ে সভাকে অবগত করলে সভার সভাপতি সংশ্লিষ্ট বনবিভাগের কর্মকর্তা/ কর্মচারীদের সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি গভীর ভাবে খতিয়ে দেখার অনুরোধ করেন। এছাড়াও সভায় পাতনি খাল নিয়ে কাঁটাল বাড়ী গ্রামবাসীর মধ্যে সৃষ্টি বিরোধটির নিরসনের জন্য রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাবকে চেষ্টা করার নির্দেশ দেন। তাছাড়াও আগামী ১ সপ্তাহের মধ্যে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নের দাগী গরু চোরদের তালিকা তৈরি করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ বরাবরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম,
ডিফেন্স ফাইন্যান্সে এসিসট্যান্ট কনট্টলার জেনারেল স্মৃতি রাণী বণিক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, দেবব্রত ভট্টাচার্য, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..