সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের শহরতলীর ছোট বহুলা গ্রামে মক্তবে আরবি পড়তে যাওয়ার পথে এক শিশু খুন হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে শহরতলীর ছোট বহুলা গ্রামে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেন। নিহত শিশু ওই গ্রামের আব্দুস শহীদের মেয়ে ত্রিশা বেগম (৯)।
জানা গেছে, মঙ্গলবার সকালে মক্তবে আরবি পড়তে যায় ত্রিশা। এ সময় সে মাঠে চিৎকার করছিল। পরে শব্দ শুনে তার বাবা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মাথায় আঘাত আছে।
তিনি আরও জানান, মাদরাসায় আরবি পড়তে যাওয়ার সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নিহতের বাবা সন্দেহ করছেন স্থানীয় একটি পরিবারের সঙ্গে তার বিরোধ আছে। তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তারা হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd