সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘মডেল মসজিদ’র উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করেন।
এদিন একযোগে দেশের আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা সম্মেলন কক্ষে বড় পদায় দেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুরের সার্কেল) সুভাশিষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মিজানুর রশিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধর্মমন্ত্রনালয়ের অর্থায়নে ২০২০ সালের দিকে ১৩ কোটি টাকা ব্যয়ে ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান স্টার লাইট সার্ভিসেস লিমিটেড জগন্নাথপুর উপজেলা পরিষদ এলাকায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ শুরু করে গত বছর শেষ করে। তিনতলা বিশিষ্ট মসজিদের প্রতিকক্ষের আয়তল ৫৭৫৫ বর্গফুট।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd