রাশিয়ার তীব্র আক্রমণ, পশ্চিমাদের কাছে যে সহায়তা চায় ইউক্রেন

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

রাশিয়ার তীব্র আক্রমণ, পশ্চিমাদের কাছে যে সহায়তা চায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রুশ বাহিনী তীব্র আক্রমণ শুরু করেছে। ইউক্রেন প্রতিরোধ গড়ে তুলতে পশ্চিমাদের কাছ থেকে দ্রুত অস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

 

সোমবার সন্ধ্যায় ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় শহর ডিনিপ্রোয় রুশ ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি অ্যাপার্টমেন্টে ৪০ জন নিহত হয়েছিলেন এবং ইউক্রেনীয় সেনারা পূর্ব দিকে অগ্রসর হচ্ছেন।

 

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, রাশিয়ান আর্টিলারি কৌশলগত পূর্ব শিল্প দোনবাস অঞ্চলে অগ্রসর হওয়ার রাশিয়ান প্রচেষ্টার দুটি কেন্দ্রবিন্দু বাখমুত এবং আভদিকার আশপাশের প্রায় ২৫টি শহর ও গ্রামে হামলা চালাচ্ছে রাশিয়া।

 

তিনি আরও বলেন, রুশ সীমান্তের কাছে উত্তর-পূর্ব খারকিভ এবং সুমি এলাকায় ৩০টিরও বেশি বসতিতে গোলাবর্ষণ চালিয়েছে। দক্ষিণে রাশিয়ান মর্টার এবং আর্টিলারি ফায়ার আঞ্চলিক রাজধানী খেরসনসহ বেশ কয়েকটি শহরে আঘাত করেছিল, যা রাশিয়ান বাহিনী নভেম্বরে পরিত্যাগ করেছিল।

 

তবে রয়টার্স যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন যাচাই করতে সক্ষম হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2023
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..