সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর মিরাবাজার মৌসুমী আবাসিক এলাকার ৮৫ নং বাসার চতুর্থ তলা থেকে অসামাজিক কর্যকলাপে জড়িত থাকার কারণে ৫ নারী-পুরুষের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে। যাহার কোতোয়ালী থানার মামলা নং- ৪৫।
আটকৃতরা হচ্ছেন- জালালাবাদ থানার বাদাঘাট এলাকার নজরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগমের (৩১), তার ছেলে মুন্না আহমদ (১৮), সিলেটের ওসমানীনগর থানার কাশিকাপন গ্রামের মো. আব্দুল মতিন তালুকদারের ছেলে মাসুদ আহমদ তালুকদার, জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট গ্রামের আব্দুল করিমের মেয়ে সুলতানা বেগম (২৪) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বেপারিবাড়ি গ্রামের মো. আজিজুল হকের মেয়ে প্রিয়ামনি (১৮)।
মামলায় প্রধান আসাামি করা হয়েছে- নজরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগমকে (৩১)। তিনি বাসাটি ভাড়া নেওয়ার পর থেকেই সেখানে নারীদের দিয়ে অসামাজিক কর্যকলাপ করিয়ে আসছিলেন।
তাদের ৫ জনকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে- মৌসুমী আবাসিক এলাকার ৮৫ নং বাসাটি ৪ তলা। আর মালিক দুদু মিয়া থাকেন প্রবাসে। বাসাটির দেখভাল করেন কিশোরগঞ্জের এক ব্যক্তি। বাসার চতুর্থ তলার ইউনিট-টি প্রায় এক মাস আগে ভাড়া নেন রাবেয়া বেগম। ভাড়া নেওয়ার সময় স্বামী প্রবাসে আছেন বলে জানান তিনি। রাবেয়া ভাড়া নেওয়ার পরই দিনে-রাতে পুরুষদের আনাগোনা দেখা যায় বাসায়। অসামাজিক কার্যকলাপ চলতো নিয়মিত বাসায়।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রাবেয়ার ঘরে হঠাৎ ৭-৮ জন যুবক জোরপূর্বক ঢুকতে গেলে সেখানে অবস্থান করা সুলতানা বেগমসহ কয়েকজন ‘ডাকাত- ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এসময় স্থানীয় লোকজন এসে তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। এসময় ৪-৫ জন যুবক পালিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানা পুলিশ। এই বাসায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে বলে স্থানীয়রা পুলিশের নিকট অভিযোগ করেন। পুলিশ তল্লাশি চালিয়ে বাসার বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ- বাসার মালিক দুদু মিয়া প্রবাসে থাকেন। কিশোরগঞ্জের এক ব্যক্তি বাসাটির দেখভাল করেন। রাবেয়া বাসা ভাড়া নে্য়ার পরই তার ঘরে দিন-রাতের বিভিন্ন সময় পুরুষদের আনাগোনা দেখে বাসাটির অন্যান্য ভাড়াটে কেয়ারটেকারের কাছে অভিযোগ করলেও তিনি এতে কর্ণপাত করেননি। বাসার কেয়ারটেকার রাবেয়ার সঙ্গে অনৈতিক কাজে জড়িত বলে স্থানীয় ও অন্যান্য ভাড়াটের অভিযোগ। তারা কেয়ারটেকারকেও গ্রেফতারের দাবি জানান।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের অধ্য বুধবার (২৫ জানুয়ারি) বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd