সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত দি জাপান-বাংলাদেশ নামে একটি প্রাইভেট হাসপাতালের মালিক আরিফুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন।
অভিযানের বিষয়টি টের পেয়ে অপারেশন থিয়েটারে সিজারিয়ান রোগী রেখেই পালিয়ে যান চিকিৎসকরা। এ ঘটনায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক জানান, জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে হাসপাতালের কাগজপত্র ঠিক না থাকায় এর মালিককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একজন রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সিভিল সার্জন ডা. নুরুল হক হাসপাতালে গিয়ে দেখতে পান অপারেশন থিয়েটারে রোগীর সিজার চলছে। তবে কোনো এনেসথেশিয়া চিকিৎসক ও বিশেষজ্ঞ সার্জন নেই। তাদের হাসপাতালের বৈধ কোনো কাগজপত্রও নেই। এরপর তিনি বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালে যান। ভ্রাম্যমাণ আদালত দেখে অপারেশন থিয়েটারে সিজারিয়ান রোগী রেখে পালিয়ে যান ডা. কাসমিরা জাহান ও ডা. জাহিদুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের মালিক আরিফুল হককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের নিজস্ব কোনো চিকিৎসক, নার্স ও লাইসেন্স নবায়ন না থাকায় সিভিল সার্জন বাদী হয়ে হাসপাতালের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd