সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : চলতি অধিবেশন কিংবা আগামী সংসদ অধিবেশনে ওষুধ আইনটি পাস হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন ওষুধ আইন নিয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে। এরই মধ্যে আইনটি মন্ত্রিসভায় পাস হয়েছে।
আজ বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ ইউনিট, ডায়ালাইসিস সেন্টারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন ওষুধ আইনে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়টি বলা আছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক বিক্রি বা ব্যবহার করলে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এতে আইনে শাস্তির বিষয়টিও রয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিশির চক্রবর্তী প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd