সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩
দিরাই সংবাদদাতা: সুনামগঞ্জের শাল্লায় জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মাহদী হাসান (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
গত বুধবার বেলা ৩টার দিকে শাল্লা উপজেলার আটগাঁও গ্রাম সংলগ্ন সতুয়া নদীর পূর্ব পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, আটগাঁও গ্রামের আবুল হাসান চৌধুরীর সাথে আহত যুবক মাহাদী হাসানের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও মামলা মোকদ্দমা রয়েছে। ঘটনার দিন মাহাদীর একটা মামলার তদন্ত করতে সংশ্লিষ্ট সার্ভেয়ার সরেজমিন যান। সরকারি লোকদের উপস্থিতিতে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। সেখান থেকে মাহাদীর দিরাই পৌর শহরের বাসায় ফেরার পথে সতুয়া নদীর পুর্ব পাড়ে পৌঁছলে আবুল হাসান চৌধুরী, ডালাস চৌধুরী, পলাশ চৌধুরীর নেতৃত্বে তাদের লোকজন হামলা চালিয়ে মাহাদী হাসানকে গুরুতর আহত করে।
শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd