বিশ্বনাথে ‘১ম বাউসী প্রবাসী ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩

বিশ্বনাথে ‘১ম বাউসী প্রবাসী ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের প্রবাসীদের অর্থায়নে গ্রামবাসী আয়োজিত ‘১ম বাউসী প্রবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গ্রামের দক্ষিণের মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিচ্ছে বিভিন্ন উপজেলার ৮টি ক্লাব।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ক্রিড়ানুরাগী মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে দশঘর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল করিম মঞ্জুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাদের সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাগণ দেশের যেকোনো উন্নয়নমূলক কাজের পাশাপাশি খেলাধুলার উন্নয়ন-অগ্রগতিতে পৃষ্ঠপোষকতা করে আসছেন।
আজকের এই প্রবাসী ফুটবল টুর্নামেন্টের সকল অর্থায়ন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আমাদেরকে শুধু দিয়েই যাচ্ছেন। কিন্তু আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারছি না। আমাদের রেমিট্যান্স যোদ্ধাদেরগণকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম, প্রবাসী লিলু মিয়া, আবদুস সালাম, দশঘর ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, মুহিত চৌধুরী, স্কুল শিক্ষক আবদুল আহাদ, আজিজুল হক।
উদ্বোধনী ম্যাচে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব-বাংলাবাজারকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে উদীয়মান স্পোর্টিং ক্লাব-মিরেরচর। খেলায় ধারাভাষ্য দেন জুয়েল আহমদ নুর ও একেএম তুহেম।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..