সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: জকিগঞ্জ সদর ইউপির এক বহিস্কৃত মেম্বার ৯ মাস ধরে জেলবন্দী রয়েছেন। মামলা জনিত কারণে স্থগিত করা হয়েছে তার সদস্যপদ। বর্তমানে জকিগঞ্জ সদর ইউপি’র ৪ নং ওয়ার্ডের কোন সদস্য না থাকায় ওই এলাকার স্থানীয় বাসিন্ধারা সেবা বঞ্চিত হচ্ছেন।
ওয়ার্ড মেম্বারের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার জন্য গত ১ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী।
কারবন্দী মেম্বার মো: আব্দুল মুকিত জকিগঞ্জ উপজেলার সদর ইউপি’র ৪ নং ওয়ার্ড সদস্য। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও স্থানীয় বাসিন্ধাদের দুর্ভোগের বিষয়টি আমলে নেওয়া হচ্ছে না।
জনা গেছে, জকিগঞ্জ সদর ইউপি’র ৪ নং ওয়ার্ড মেম্বার মো: আব্দৃল মুকিত গত বছরের ২২ মে থেকে কারাবন্দী রয়েছেন। সন্ত্রাসী হামলা ও লুটপাটের মামলায় দীর্ঘ ৯ মাস ধরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়েছে। ফলে ওয়ার্ডের উন্নয়ন সহ সরকারি-বেসরকারী সকল সেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ওয়ার্ড মেম্বারের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর পক্ষ থেকে গত ১ ফেব্রুয়ারী জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেছেন স্থানীয় এলাকাবাসী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd