সিলেট ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সীবাজার সার্ব্বজনীন দুগাবাড়ির নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বেলা ১টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মুন্সীবাজার সার্ব্বজনীন দুগাবাড়ি পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি ডা. মতিলাল পালের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার।
স্বাগত বক্তব্য রাখেন মুন্সীবাজার সার্ব্বজনীন দুগাবাড়ি পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পরিমল রায়।
বক্তব্য রাখেন- নারায়ণ পাল, দীপক কান্তি রায়, কৃষ্ণ কান্ত রায় প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd