সিলেট ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক:লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ আরাফাত মোশাররফ সৌরভকে সিলেট শহরতলীর নিজ মাতৃভূমি খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারি) বিকালে স্হানীয় সাহেবের বাজারে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। আলহাজ্ব শামসুর রহমান এর সভাপতিত্বে ও আব্দুল বাসিত এর সঞ্চালনায় বৃহত্তর খাদিমনগর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন,বৃহত্তর খাদিমনগর ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ আরাফাত মোশাররফ সৌরভ আজ বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তার। এটি খাদিমনগর তথা সিলেটবাসীর গর্ব। আজ দেশ দেশান্তরে ডাক্তার সৌরভ সৌরভ ছড়াচ্ছে।সাহেবের বাজারের সন্তান আজ সৌরভ ছড়াচ্ছে লন্ডনের মাটিতে।এই গর্ব আমাদের সবার।আমি ডাক্তার সৌরভের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডাক্তার আরাফাত মোশাররফ সৌরভ বলেন,আমি নাড়ীর টানে মাতৃভূমিতে ফিরে এসেছি। আমি আমার মাতৃভূমিকে ভুলিনি। মানব সেবা আমার পেশা,আমি সামনে এদেশের মানুষের জন্য ফ্রী চিকিৎসা সেবা দিতে চাই,আমি আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। আজকে এই মহতি সংবর্ধনা আয়োজন করে আপনারা আমাকে যে রেসপেক্ট করেছেন আমি তার জন্য কৃতজ্ঞ,আমি কৃতজ্ঞ আমার শ্রদ্ধেয় দাদা,বাবা মা এবং পরিবারের ভাই বোন ও শিক্ষকদের কাছে। আপনারা আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।এসময় উপস্থিত ছিলেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের গভাণিং বডীর সদস্য মো. আরব আলী, আব্দুল শহিদ, সাবেক সদস্য মো. আব্দুল আলিম, সহকারী প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশীদ, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ডাঃ জালাল আহমদ, সাহেবের বাজার প্রবাসি সমিতির সভাপতি মো: জয়নাল আবেদীন, উপদেষ্টা আব্দুল জব্বার, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ, ছাত্রনেতা দেলোয়ার হোসাইন, নজরুল ইসলাম, কালাগুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি সাহেদ আহমদ, সদস্য নাসির উদ্দীন, আতিউর রহমান, আশরাফ আলী, সুমেল আহমদ বশির প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd