নবীগঞ্জে হাতি চড়ে সভায় গণঅধিকার পরিষদ নেতা

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

নবীগঞ্জে হাতি চড়ে সভায় গণঅধিকার পরিষদ নেতা

নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের বর্ধিত সভাকে ঘিরে নবীগঞ্জ শহরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল সাজ সাজ রব। তৃণমূল নেতাকর্মীদের বিরাজ করছিল বিপুল উৎসাহ উদ্দীপনা।

 

সংগঠনের সভায় হাতিতে চড়ে শহর প্রদক্ষিণ করে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আবুল হোসেন জীবন। হাতিতে চড়ে শহর প্রদক্ষিণের সময় উৎসুক জনতার ভীড় জমে। রাজনৈতিক অঙ্গণে ব্যতিক্রম এ শোডাউনে নানা আলোচনা ও কৌতুহল লক্ষ্য করা গেছে। এছাড়াও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নিজ এলাকা নবীগঞ্জ হওয়ার সুবাদে রাজনৈতিক অঙ্গণে সংগঠনের গুরুত্ব বহন করে।

 

সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে ড. রেজা কিবরিয়া ও সংগঠনের সদস্য সচিব ভিপি নুরের আস্থাভাজন হিসেবে পরিচিত গণ অধিকার পরিষদ নেতা আবুল হোসেন জীবনের নেতৃত্বে নবীগঞ্জ-বাহুবলের নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা।

 

নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব আবুল হোসেন জীবন।

 

অতিথিবৃন্দের বক্তব্যে নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজানোর নানা দিকনির্দেশনা দেন। নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল আমিন পাঠান ফুল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাঃ শাহ্ আজাদ আলী সুমন, কেন্দ্রীয় সদস্য আমেরিকান প্রবাসী শাহরুখ খান আজাদ, নবীগঞ্জ পৌর গণ অধিকার পরিষদের আহবায়ক মাওলানা আলাউদ্দিন, সদস্য সচিব এখলাছ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

উল্লেখ্য, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক এবং হবিগঞ্জ বারের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও বিপ্লবী সদস্য সচিব আবুল হোসেন জীবনের নেতৃত্বে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ দিনদিন শক্তিশালী সংগঠন হিসেবে রুপ নিচ্ছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..