বহিরাগতদের উৎপাত বন্ধে সুরমা মার্কেটের ব্যবসায়ীদের জরুরি সভা

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩

বহিরাগতদের উৎপাত বন্ধে সুরমা মার্কেটের ব্যবসায়ীদের জরুরি সভা

সিলেট :: বহিরাগতদের উৎপাত বন্ধে ও মার্কেটের উন্নয়নের লক্ষে সিলেটের ঐতিহ্যবাহী সুরমা মার্কেটের ব্যবসায়ীদের এক জরুরি সভা অনুষ্টিত হয়।

শনিবার দুপুরে মার্কেটের ৫নং গলিতে ব্যবসায়ী সিরাজ উদ্দিন শিরুলের সভাপতিত্বে ও যুব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌফিক পাশা রাসেলের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুব ব্যবসায়ী সমিতির সভাপতি আংগুর আলী, মার্কের ব্যবসায়ী কমরুজ্জামান কমরু, তাজ উদ্দিন তাজ, ইনু মিয়া, মনির উদ্দিন, সাংবাদিক আবুল হোসেন, শাকির আহমদ, সোহেল আহমদ, আনছার উদ্দিন তারা মিয়া, সাংবাদিক শামীম আমহদ, শৈকত দাস, রুবেল আহমদ, জাকির হোসাইন, ইমাদ উদ্দিন, মিনার হোসেন, রুস্তুম আলী, বাপ্পি বড়ুয়াসহ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমারা লক্ষ করছি মার্কেটের ভিতরে বহিরাগত কিছু বখাটে ছেলেরা আড্ডা দিচ্ছে। পাশাপাশি এরা রাস্তা থেকে লোকজন ধরে মার্কের ভিতর আটক রেখে মারধর করছে। এতে করে মার্কেটে কাস্টমাররা আসতে ভয় পাচ্ছে। এই বহিরাগত বখাটে ছেলেদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে মার্কেটের সকল সমস্যা দূর করতে হবে।

এছাড়া মার্কেটের ভিতর অসময়ে জলবদ্ধতা লেগেই থাকে। সিটি কর্পোরেশন দেখেও না দেখার ভান করছে। একাধিকবার স্থানীয় কাউন্সিলরকে অবগত করলেও কোন সুরাহা পাচ্ছেন ব্যবসায়ীরা। এমনকি মার্কেটের ভিতর ও বাহিরে আরও অনেক উন্নয়ন মূলক কাজের প্রয়োজন বলে দাবি করেন ব্যবসায়ীরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..