সিলেট ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩
সুনামগঞ্জ সংবাদদাতা: আগামীর সংকটকালীন সময়ে সুনামগঞ্জে নৌকার হাল নুরুল হুদা মুকুট ও সম্পাদক নোমান বখত পলিন এর হাতে তুলে দেয়া হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জেলার নতুন কমিটি ঘোষণা করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রলীগের সাবেক সাধারণ নোমান বখত পলিনের নাম ঘোষণা করেন তিনি।
নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ আওয়ামী লীগের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। কর্মীদের বক্তব্য- তিনি একজন কর্মিবান্ধব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তাঁর বেশ গ্রহণযোগ্যতা রয়েছে।
এর আগে মুকুট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন।
অপরদিকে, নোমান বখত পলিন মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত হোসেন বখতের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই। তিনি গেল কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। পলিন বখত একজন পরিশ্রমী তরুণ নেতা হিসেবে কর্মীদের কাছে সমাদৃত।
জানা গেছে, সুনামগঞ্জ আওয়ামী লীগে নতুন নেতৃত্ব ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নেতৃত্বে আসা দুইজনকেই ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে ঝড় তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা। অতীতের যেকোনো সময়ের চেয়ে এই কমিটি স্থানীয় আওয়ামী লীগকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে প্রত্যাশা তৃণমুলের।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd