গোলাপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ: নিহত ২

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

গোলাপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ: নিহত ২

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের প্রাণহানী ঘটেছে।

 

রবিবার (১২ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম।

 

রফিকুল ইসলাম জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাটির বিপরীতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন।

 

নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার বাসীন্দা ফারুক (৪০) এবং রাশিদা (৩৮)। অটোরিকশাটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন।

 

আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো জানা যায় নি।

 

ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক বা হেল্পার পালিয়ে গেছে।

 

এঘটনায় এখনো রাস্তায় দীর্ঘ যানজট লেগে আছে। পরিস্থিতি স্বভাবিক করতে কাজ করছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..