সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
জৈন্তাপুর সংবাদদাতা: জৈন্তাপুরে বালু-পাথরখেকুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় রাংপানি নদীতে এই অভিযান করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রীপামনি দেবী।
তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং রাংপানি নদীতে কোন প্রকার বালু পাথর আহরণ করা যাবে না মর্মে নিষেদাজ্ঞা জারী করেন।
এসময় তিনি জানান, নদীর তীরবর্তী যে সকল বালু পাথর স্তুপ করে রাখা হয়েছে তা ৭দিনে মধ্যে সরিয়ে নিয়ে মাঠ খালি করতে হবে মর্মে প্রাথমিক নির্দেশনা জারি করেন। অন্যতায় সাত দিন পর সকল বালু পাথর জব্দ করে নিলাম দেওয়া হবে।
অপরদিক সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা বিজিবি তার পাশাপাশি পুলিশকে আজ থেকে রাংপানি নদীতে কোন প্রকার নৌকা চলাচল করতে না পারে সে জন্য কঠোর নির্দেশনা জারি করেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং নৌকা জব্দের নির্দেশ দেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অভিযানে অংশনেন শ্রীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়কে সুবেদার মকবুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল হাফিজ।
এসময় আরও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর ইউপি’র চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুনিল চন্দ্র দেবনাথ, ইউপি সদস্য নজির আহমদ, আব্দুস সালাম, আব্দুল হালিম প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd