সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটের সবকটি সড়কে যেনো শুরু হয়েছে মৃত্যুর মিছিল। দূর্ঘটনায় অতীতের প্রাণহানীর সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। অধিক প্রাণহানির জন্য সড়ক যোগাযোগের অব্যবস্থাপনা ও অনিয়মকে দায়ী করছেন অবিজ্ঞ মহল। অনলিমিটেড ও বেআইনী যানচলাচলের সুযোগ প্রদানের কারণে দিনদিন প্রাণহানীর সংখ্যা বেড়েই চলেছে।
সিলেটে গত ৪ দিনে সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় ৬জনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে সিলেটের ৪ জন, মৌলভীবাজারের ১জন ও সুনামগঞ্জের শান্তিগঞ্জরে ১জন।
গত রোববার বিকেলে গোলাপগঞ্জ উপজেলায় বেপরোয়া ট্রাকের চাপায় বেআইনভোবে চালিত সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫), তার ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। বিয়ানীবাজার পৌর শহরের নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও তার মেয়ে ফারিয়া আক্তার (১৬)।
এর আগে গত শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস এলাকার বাবুল করের ছেলে সৌম্য কর (৮) নিহত হয়। এছাড়া শুক্রবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রকিব (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd