খাদিমনগরে ষড়যন্ত্র করে দুই প্রার্থীর ভোট স্থানান্তরিত করায় প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

খাদিমনগরে ষড়যন্ত্র করে দুই প্রার্থীর ভোট স্থানান্তরিত করায় প্রতিবাদ সমাবেশ

নিজস্ব ডেস্ক: জাল জালিয়াতি করে উদ্দেশ্য হাসিল করা যায়না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা নাগরিক অধিকার। যা ছিনিয়ে নেওয়া হয়েছে মানবাধিকার লঙ্ঘন। ষড়যন্ত্রকারীদের অশুভ দৃষ্টি অতিব নিন্দনীয়। নমিনেশন দাখিলের পূর্বে প্রার্থীদের ভোট পুনরুদ্ধার না হলে সর্ব মহলের সহযোগিতা নিয়ে কট্টর আন্দোলন করা হবে।

 

সহস্রাধিক শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের ধুপাগোল শহিদ মিনার পয়েন্টে ৫নং ওয়ার্ড বাসীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে এসব বক্তব্য দেন বক্তারা।

 

বক্তারা আরে বলেন এই ষড়যন্ত্রের প্রতিবাদ জনগন ১৬ই মার্চ ভোট এর মাধ্যমে দিবে।

 

প্রতিবাদ সমাবেশটি উমদারপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও তরুণ ব্যবসায়ী মোঃ রুবেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ৩ নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ দিলোয়ার হোসেন, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকলাল আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ তারা মিয়া, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হানিফ আলী, সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দীন, ধুপাগোল গ্রামের মুরব্বি মোঃ সুনাফর আলী, লিলু মিয়া,লাল মিয়া,কামাল আহমদ,উমদারপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ লাল মিয়া, মোঃ মসাহিদ আলী, মোঃ মতছির আলী, মোঃ জয়নাল আবেদীন, ধুপাগোল গ্রামের সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ সাহনাজ আহমদ, নুরুল আমীন, কবির হোসেন, বিশিষ্ট পাথর ব্যবসায়ী মোঃ আজির উদ্দিন, মোঃ মাজহারুল ইসলাম মজর,মোঃ ফজর আলী,জাতীয় যুব পদকপ্রাপ্ত যুবসংঘঠক মোঃ নজরুল ইসলাম,যুবসংঘঠক মোঃ সাইফুল ইসলাম, সদর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ইসমাঈল আহমদ, যুবলীগ নেতা মোঃ ইরন শাহ্, মন্জিল আহমদ, ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি মোঃ ছাদির মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ আহমদ শুক্কুর ও প্রমুখ সহ ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক বৃন্দ।

 

উল্লেখ্য, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনপ্রিয় দুই প্রার্থী অজান্তে ২০২১ সনে প্রার্থীদ্বয়ের জ্বাল স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন আবেদনে ইউনিয়ন পরিষদের প্রত্যায়ন পত্র, একই ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড সদস্য-কে শনাক্তকারীসহ ছয় পৃষ্ঠার ভুয়া তথ্য এবং ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার সংযোজন করে তৎকালীন উপজেলা নির্বাচন অফিসার কাজি এমদাদুল হক থাকাকালীন। অদৃশ্য শক্তির গুণে ৬নং ওয়ার্ডের কালাগুল বস্তিতে স্থানান্তরিত করা হয়।

 

সম্প্রতি তফসিল ঘোষিত ইউ/পি নির্বাচনি মাঠে জনপ্রিয় দুই সদস্য প্রার্থীর অজান্তে ও অদৃশ্য শক্তির ভুয়া আবেদনের প্রেক্ষিতে ভ সম্প্রতি নির্বাচন কমিশন এর ঘোষণা অনুযায়ী ১৯শে ফেব্রুয়ারী সকল প্রার্থীদের নমিনেশন দাখিল এর শেষ সময়। ইউনিয়ন এর ওয়ার্ড সদস্য নমিনেশন ফাইল প্রস্তুত কালে আঁতকে উঠেন জনপ্রিয় প্রার্থী। জানতে পারেন গত নির্বাচনে ভোটার তালিকার ১০৩ নং ভোটার হলেও আশ্চর্যজনক ভাবে বর্তমান তালিকায় তাহার ভোট মাইগ্রেট করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

 

মোঃ আব্দুল কাদির গত ২০১৬ সালের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে বর্তমান সদস্য নাজিম উদ্দিন ইমরান এর নিকট পরাজিত হয়ে দ্বিতীয় হন। শুধু জন্মলগ্ন থেকে নয় পূর্বপুরুষরাও সেখাকার স্থানীয় ছিলেন। তিনি মহালদিক গ্রামের মরহুম আরজু মিয়ার ছেলে। এমন দুঃসংবাদ শুধু এই প্রার্থীর নয় একই ওয়ার্ডের জনপ্রিয় আরেক প্রার্থী সদ্য বিদায়ী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাবেক সফল সভাপতি ও বর্তমান ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক পদের অন্যতম প্রার্থী মোঃ মোক্তার হোসেন। তিনিও তিলে তিলে গোছানো মাঠে হোটচ খেয়ে এখন হতাশ। নমিনেশন ফাইল তৈরিতে একই বিড়ম্বনার শিকার। ধোপাগুলের পুরুষ ভোটার তালিকায় ৮৩নং ভোটের অধিকারী ছিলেন বর্তমান তালিকায় করা রয়েছে মাইগ্রেট। তিনিও পূর্বপুরুষ থেকে স্থানীয় ধোপাগুল গ্রামের বাসিন্দা।

 

১৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বর্তমান নির্বাচন অফিসার এর পরামর্শ ও সর্বোচ্চ চেষ্টার আশ্বাসে ভুক্তভোগীরা শুভাকাঙ্ক্ষীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন এর মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..