ইউপি নির্বাচন: খাদিমপাড়ায় ভোটারদের চোঁখ চেয়ারম্যান প্রার্থী আজাদের দিকে

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

ইউপি নির্বাচন: খাদিমপাড়ায় ভোটারদের চোঁখ চেয়ারম্যান প্রার্থী আজাদের দিকে

নিজস্ব প্রতিবেদক: মনোনয়ন দাখিলের পর পরই শুরু হয়ে গেছে সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনের মেরুকরণ। বইতে শুরু করেছে প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচনী ঝড়ো হাওয়া।

 

তবে ৪নং খাদিমপাড়া ইউনিয়নে এ হাওয়া চরম হয়ে ওঠেছে। সাধারণ ভোটারদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য নির্বাচন আলোচনার প্রধান আকর্ষণ হয়ে ওঠেছে। নির্বাচনী এলাকার ভোটারসহ জনপ্রতিনিধিদের সাথে আলাপকালে এমন তথ্য ফুটে ওঠেছে।

 

বিশেষ করে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে জমে ওঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। ভোটারদের সমর্থন ও ভোট কুড়াতে আরামের ঘুম হারাম হয়ে গেছে প্রার্থীদের। এর মধ্যে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন সাবেক ৬নং ওয়ার্ডের দুই দুই বারের সদস্য বদরুল ইসলাম আজাদ। নির্বাচনকে ঘিরে তার পক্ষে বিশাল জনমত তৈরি হওয়াতে গত শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) তিনি নির্বাচন করতে নমিনেশন দাখিল করেন।

 

এছাড়াও এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আরো কয়েকজন প্রার্থী নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

 

তবে এই ইউনিয়নে বদরুল ইসলাম আজাদ -এর সঙ্গে নির্বাচনী ভোটের মাঠে নৌকার মনোনীত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা দাবি ভোটারগণের।

 

এদিকে অনেকের মতে এ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রধান আকর্ষণ হয়ে ওঠেছেন ও ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন বদরুল ইসলাম আজাদ। এক কথায় ৪নং খাদিমপাড়া ইউনিয়ন নির্বাচনে ভোটারদের চোঁখ চেয়ারম্যান প্রার্থী বদরুল ইসলাম আজাদের দিকে।

 

তাই এ ইউনিয়নের হাট-বাজার সহ ধর্মীয় উপাসনালয় ক্যাম্পাসের প্রধান আলোচ্য বিষয় এখন প্রার্থী, ভোট এবং জয়-পরাজয়। পিছিয়ে নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ফেইসবুকে সম্ভাব্য প্রার্থীদের অনুসারীরা প্রার্থীর পক্ষে সাফাই দিচ্ছেন।

 

সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী যে ৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। সেগুলো হল- ৩নং খাদিমনগর ইউনিয়ন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন ও ৬নং টুকের বাজার ইউনিয়ন।

 

নির্বাচন কমিশন প্রজ্ঞাপনের তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গতকাল রবিবার ১৯ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-বাচাই অদ্য সোমবার ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হবে আগামী ১৬ই মার্চ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..