সিলেটবাসী শহীদদের স্মরণ করেছে শ্রদ্ধার অর্ঘে

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

সিলেটবাসী শহীদদের স্মরণ করেছে শ্রদ্ধার অর্ঘে

ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে মহান ভাষা শহীদদের। গত সোমবার দিবাগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটের পর) শুরু হয় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ও জেলা সংসদ প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর সিলেট সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

 

এ ছাড়া সকালে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন, বিএনপি সিলেট মহানগর ও জেলা শাখা, যুবদল ও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সিলেট জেলা মহিলা দল, শ্রমিক দল, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে এবং সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।

 

এদিকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বাংলা ভাষায় হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..