সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : মহানগরী থেকে পৌরসদর, জেলা শহর থেকে উপজেলা সদর, ইউনিয়ন পরিষদ এমনকি সিলেটের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায়।
আগের রাত একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শহীদমিনার বাস্তবায়ন পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা সিভিল সার্জন, সিলেট সদর উপজেলা প্রশাসন ও আরআরএফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
একুশের সকাল থেকে আবারও শুরু হয় শ্রদ্ধা নিবেদন। চলে দুপুর পর্যন্ত। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক লীগ, স্বেচ্ছাসেবক দলসহ আওয়ামী ও বিএনপি ঘরানার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সিলেট জেলা প্রেসক্লাবসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সিলেটের অন্যান্য বেসরকারি কলেজ ও স্কুলেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন প্রভাত ফেরী, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতাসহ আরও নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়া সিলেট সদর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলা সদরেও সরকারি বেসরকারি উদ্যোগে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
সিলেট বিভাগের অপর তিন জেলা মৌলভীবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন উপজেলা সদর, গ্রামাঞ্চলেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd