বিশ্বকাপে অর্জনশূন্য টাইগ্রেসরা

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩

বিশ্বকাপে অর্জনশূন্য টাইগ্রেসরা

ক্রীড়া ডেস্ক: সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টানা তিন হারে নারী টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্বেই বিদায় নিশ্চিত হয় টাইগ্রেসদের। চতুর্থ ম্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। তবে শেষটাও রাঙাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ১০ উইকেটে।

 

মঙ্গলবার কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১১৩ রান তোলে বাংলাদেশ। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

 

১১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। ৫৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৬ রান করে ম্যাচসেরা হন ওপেনার লাউরা ওলভার্ট। আরেক ওপেনার তাজমিন ব্রিটসের সংগ্রহ ৫০ রান। ৫১ বলের ইনিংসটি ৪ বাউন্ডারিতে সাজান তিনি।

 

বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভার করে সবচেয়ে কম খরুচে ছিলেন মারুফা আক্তার। ১৯ রান দিয়েছেন তিনি।

 

৪ ওভার হাত ঘুরিয়ে সর্বোচ্চ ৩৩রান দেন নাহিদা আক্তার।

 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬ বল খেলে শূন্য হাতে সাজঘরে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন। ২২ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগ্রেসরা। ১৬ বলে ১ বাউন্ডারিতে ১১ রান নিয়ে ক্রিজ ছাড়েন শারমিন সুলতানা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা টাইগ্রেসদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩০ বলে ২ বাউন্ডারিতে ৩০ রান করেন তিনি। ৩০ বলে ২ চারে ২৭ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া নাহিদা আক্তার ১৫* এবং স্বর্ণা আক্তার ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

 

দক্ষিণ আফ্রিকার মারিজানে কেপ এবং আয়াবোঙ্গা খাকা ২টি করে উইকেট নেন।

 

ম্যাচ শেষে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এখানকার আবহে ১৪০ রান তাড়া করাই কঠিন। আমাদের কোনো বড় জুটি ছিল না। লক্ষ্য বড় না হলে বিষয়টা বোলারদের জন্য কঠিন হয়ে যায়। মারুফা এবং স্বর্ণা খুব উদ্যমী ছিল। দর্শকদের ধন্যবাদ জানাই। টানা তিন ম্যাচ হারের পরও তাদের সমর্থন আমাদের উৎসাহ যুগিয়েছে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..