গোলাপগঞ্জের মেহেরপুর বাজারে আলোচিত অস্ত্র মামলার রায় প্রকাশ

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

গোলাপগঞ্জের মেহেরপুর বাজারে আলোচিত অস্ত্র মামলার রায় প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মেহেরপুর বাজারে ২টি অস্ত্র ও গুলাবারুদ উদ্ধারের ঘটনায় গত ২২ ফেব্রুয়ারী সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ মোঃ কাসেম মিয়া এ রায় ঘোষণা করেন। এ রায়ে ১ ও ২নং আসামি ফয়েজ আহমদ ও কয়েছ আহমদ পলাতক থাকায় তাদেরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার ৩ ও ৪নং আসামি মামুন শিকদার ও কাদির মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় প্রকাশের সময় ৩ ও ৪ নং আসামি আদালতে উপস্থিত থাকায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে ৩ নং আসামীর আইনজীবীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিগত ১০/০২/২০২০ সালের একটি অস্ত্র মামলায় আদালত এ রায় দেন। তিনি জানান তার আসামীর পক্ষে তিনি খুব শীঘ্রই উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের পিপি এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তিনি বলেন পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হবে এবং তাদেরকে খুব শিগ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..