সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
নিজস্ব প্রতিনিধি: সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মেহেরপুর বাজারে ২টি অস্ত্র ও গুলাবারুদ উদ্ধারের ঘটনায় গত ২২ ফেব্রুয়ারী সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ মোঃ কাসেম মিয়া এ রায় ঘোষণা করেন। এ রায়ে ১ ও ২নং আসামি ফয়েজ আহমদ ও কয়েছ আহমদ পলাতক থাকায় তাদেরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার ৩ ও ৪নং আসামি মামুন শিকদার ও কাদির মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় প্রকাশের সময় ৩ ও ৪ নং আসামি আদালতে উপস্থিত থাকায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে ৩ নং আসামীর আইনজীবীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিগত ১০/০২/২০২০ সালের একটি অস্ত্র মামলায় আদালত এ রায় দেন। তিনি জানান তার আসামীর পক্ষে তিনি খুব শীঘ্রই উচ্চ আদালতে আপিল দায়ের করবেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের পিপি এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তিনি বলেন পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হবে এবং তাদেরকে খুব শিগ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd