দেশ আজ বৃহত্তর কারাগারে পরিণত: মুক্তাদির

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

দেশ আজ বৃহত্তর কারাগারে পরিণত: মুক্তাদির

ডেস্ক রিপোর্ট:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি-বিদ্যুতের দাম কমানো, বিএনপি নেতাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এগুলো শুধু বিএনপির একার দাবি নয়, সাধারণ মানুষেরও দাবি। দেশের মানুষের কোমর ভেঙে গেছে। সাধারণ মানুষ আজ দিশেহারা। দেশ একটি বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে। বাংলাদেশের সকল মানুষ সেই কারাগারে বন্দী। এই অবস্থা থেকে মানুষ বের হতে চায়।

 

শনিবার বিকেলে নগরের রেজিস্টারি মাঠে ১০ দফা দাবিতে সিলেট জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচীর শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।।

 

এসময় মুক্তাদির আরো বলেন, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ একাত্ম হয়ে আন্দোলনে নেমেছে। আমাদের বিগত সমাবেশগুলোতে সেটা প্রমাণিত হয়েছে। বিএনপির দাবি হলো- এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আওয়ামী লীগের মতো নির্লজ্জ সরকার সারা পৃথিবীতে নেই। এরা কথায় কথায় মিথ্যে কথা বলে। প্রতারণা করে মানুষকে ধোকা দেয়। এদের বিদায় করার আগ পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না।

 

সভা শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা বিএনপির পদযাত্রা শুরু হয়। বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা ও নাইওরপুল ঘুরে পদযাত্রাটি ফের রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়।

 

পদযাত্রায় নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী।

 

এ কর্মসূচিতে জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন অংশগ্রহণ করে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..