সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
বিশ্বনাথ সংবাদদাতা: বিশ্বনাথে একটি কবরস্থানের ঝোপের ভেতর থেকে মানব দেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি বিশ্বনাথের পুরান সৎপুর প্রামের আশ্বদ আলীর ছেলে মো. সেবুল মিয়ার বলে স্বজনরা জানিয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর এলাকার রাজার বাজারের পশ্চিম পাশের কবরস্থান থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
কঙ্কালটির পাশে পড়ে থাকা একটি জ্যাকেট, এক জোড়া স্যান্ডেল ও কাপড়ের ব্যাগ টাওয়া গেছে। সেই ব্যাগে একটি জাতীয় পরিচয়পত্র ছিলো। পরিচয়পত্র থেকে পুলিশ জানতে পারে কঙ্কালটি সেবুল মিয়ার। বিষয়টি তার পরিবারের লোকজনকে অবগত করলে সেবুল মিয়ার ভাগ্নে ছয়ফুল (৩৩) ঘটনাস্থলে পড়ে থাকা স্যান্ডেল, জ্যাকেট এবং জাতীয় পরিচয়পত্র দেখে মৃতদেহটি তার মামার বলে শনাক্ত করেন।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক জানান- উদ্ধার হওয়া কঙ্কালের হাড়গুলো এলোমেলো অবস্থায় পড়েছিলো। খবর পেয়ে বিশ্বনাথ থানাপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।
মৃত ব্যক্তির স্বজনরা জানায়, সেবুল অনেকটা মানসিকভাবে ভারসাম্যহীন ও নেশাগ্রস্থ ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে উধাও হয়ে যেতেন। অনুমান ২মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে এরপর থেকে তিনি আরো বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এক পর্যায়ে ফের উধাও হয়ে যায় সেবুল। শনিবার কবরস্থানে পাওয়া গেলো তার কঙ্কাল।
এদিকে, সিআইডি, পিবিআই ও সিলেটের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কঙ্কালটির ডিএনএ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd