সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক: বহুতল ভবনের একটি ফ্ল্যাটের তালা ভেঙে ৭২ বছরের এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের বিডি ব্লকের ওই ফ্ল্যাটে গত দুই সপ্তাহ ধরে তালাবদ্ধ ছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃদ্ধ বাবাকে ঘরের ভেতরে তালাবন্দি করে তার মেয়ে ভিন রাজ্যে গিয়েছিলেন।
শনিবার ওই বহুতলের দোতলা থেকে বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। দুই সপ্তাহ ধরে ঘরে বন্দি থাকায় অপুষ্টিতে ভুগছিলেন ওই বৃদ্ধ। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
খবরে বলা হয়, আলঝেইমার রোগে ভুগছিলেন ওই বৃদ্ধ। তাকে রেখে তার মেয়ে দিল্লিতে গিয়েছিলেন। প্রতিবেশীকে সেকথা জানিয়েছিলেন তিনি। পরে এক প্রতিবেশী ওই বৃদ্ধের ঘরে তালাবদ্ধ থাকার কথা পুলিশকে জানান।
খবর পেয়ে শনিবার সেখানে পুলিশ যায়। তবে ওই বৃদ্ধের মেয়ে প্রতিবেশীকে যে চাবি দিয়ে গিয়েছিলেন, তা দিয়ে কোনোভাবেই ঘরের দরজা খোলা যাচ্ছিল না। পরে পুলিশ ঘরের দরজা ভেঙে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, তারা বৃদ্ধের ওই মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd