সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে ইংল্যান্ড প্রবাসী নারীর সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ওই নারীর ভাসুরের ছেলেকে জেলে পাঠানো হয়েছে। আটককৃত আসামী গোলাম ঈমানী (৪৩) সিলেটের বিশ্বনাথ থানার তালিবপুর প্রকাশিত ফরহাদপুরের মৃত গোলাম কিবরিয়ার পুত্র। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের ম্যাজিস্ট্রেট সোমবার (২৭ ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে প্রেরণ করেন। মামলার বাদী ওই আসামীর চাচার স্ত্রী ইংল্যান্ড প্রবাসী স্বপ্না আম্বিয়া।
জানা গেছে, বাদী স্বপ্না আন্বিয়া দেশের বাইরে থাকার সুযোগে অভিযুক্ত আসামী সিলেটের দক্ষিণ সুরমাস্থ বাদীর মালিকাধীন আব্দুল গফুর মার্কেটের একাধিক স্পেস ও দোকান কোঠো ডাচ বাংলা ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠনের কাছে বেআইনীভাবে ভাড়া দেন। ভাড়া দিয়ে ২০১১ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভাড়া গ্রহণ করে বাদীর ৭ কোটি ৬১ লাখ ১৩ হাজার ৫শ’ টাকা আত্মসাত করেন।
এ ঘটনায় স্বপ্না আন্বিয়া গত ২০২১ সারেল ১৪ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্টেট ৩য় আদালতে ২ জনকে অভিযুক্ত করে সিআর-৯০/২০২১ মামলা করেন। মামলাটি তদন্ত করে সিআইডি জোন সিলেট আদালতে চার্জশিট দেয়। এ মামলায় আসামী গোলাম ঈমানী উচ্চ আদলত থেকে জামিন নিয়ে বিদেশ চলে যান। দেশে ফিরে সোমবার আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd