সিসিক নির্বাচনে জাপা নেত্রী শিউলীর প্রার্থিতা ঘোষণা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩

সিসিক নির্বাচনে জাপা নেত্রী শিউলীর প্রার্থিতা ঘোষণা

নিজস্ব সংবাদদাতা : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করলেন জাপা নেত্রী শিউলী আক্তার। সিলেট সিটি নির্বাচন অনেকটা দুরে থাকলেও এর মধ্যেই মেয়র পদে প্রার্থীতা নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। আগামী মে পরবর্তী জুন মাসে হয়তো নির্বাচন হতে পারে। কারণ এরইমধ্যে বর্তমান পরিষদের মেয়াদ উর্ত্তীণ হয়ে যাবে।

জাতীয় পার্টি (রওশন এরশাদ) গ্রুপের সিলেট বিভাগীয় মহিলা সমন্বয়কারী ও বর্তমানে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদিকা শিউলী আক্তার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন- জাতীয় পার্টি গণমানুষের সংগঠন। জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের অনুরাগ আর লাঙ্গলের ওপর দেশবাসীর আস্থায় জাতীয় পার্টি এখনও রাজনীতির মাঠে ঐতিহ্য নিয়ে এগিয়ে চলছে। বাংলাদেশের রাজনীতিতে গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে জাতীয় পার্টি। পার্টি যদি আমাকে দলীয় মনোনয়ন দেয় এবং সাধারণ জনগণ ও আপনারা সাংবাদিকরা আমার পাশে থাকলে আমি সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবো। নমিনেশন দাখিল করবো।

তিনি আরো জানান- সরকার দলের অন্তত একডজন নেতার বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে নগর একবারে সয়লাব। নিজেদের সমর্থকদের দিয়েও তারা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। পাশপাশি মনোনয়ন লাভে কেন্দ্রে লবিংও চলছে সমানতালে। ফলে তফশিলের আগেই নগরজুড়ে বাজতে শুরু করেছে নির্বাচনী লড়াইয়ের ঢাকঢোল ও দামামা। কিন্তু মেয়র নির্বাচনে জনগণ এবার সঠিক দরদী নেতানেত্রী বেচে নেবে।

ইতিমধ্যে- আমি নগরীর পাড়া মহল্লায় গিয়ে নামাজ আদায় ও দোয়া কামনা করছি। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানেও আমি সরব রয়েছি। আমি নগরবাসীর সহযোগিতা চাই।

এদিকে বিএনপি দলীয় বর্তমান মেয়র আসন্ন নির্বাচনে পুনরায় প্রার্থী হবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। দলীয়ভাবে বিএনপির প্রার্থী দেওয়া হবে কি না এ নিয়েও রয়েছে যথেষ্ট সংশয়। তাই আপাতত সরকার ও সরকারের সহযোগী দলের মধ্যেই চলছে প্রার্থীতা নিয়ে তীব্র প্রতিদ্বদ্বিতা, তোড়জোড়, প্রচারণা ও মেরুকরণ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2023
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

সর্বশেষ খবর

………………………..