সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলমের একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। ভাস্কর্য নির্মাণের বিষয়টি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল সেই সময়।
এর আগে ভাস্কর্যের কাজ সম্পন্ন ছিল না। তবে এখন এর কাজ অনেকটাই শেষ বলে জানালেন হিরো আলম। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ফেসবুক ভেরিফায়েড পেজে ভাস্কর্যের সঙ্গে নিজের তোলা একটি পুরনো ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল আমার ভাস্কর্য।’
এ বিষয়ে হিরো আলম বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমার একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছিল। তখন ভাস্কর্যের কাজ সম্পন্ন ছিল না। কিছুদিন আগে সে আমাকে ফোন করে জানায়, এর কাজ প্রায় শেষ।
তিনি বলেন, আমাকে ভাস্কর্যটি বুঝিয়ে দিতে চেয়েছেন সেই শিক্ষার্থী। কিন্তু তার ফোন নম্বর খুঁজে পাচ্ছি না। এখন ভাস্কর্য নেয়ার অপেক্ষায় আছি।
প্রসঙ্গত, এর আগে ভাস্কর্যটি নির্মাণ শুরু করেছিলেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী উত্তম কুমার। ঢাবির জগন্নাথ হলের আবাসিক ছাত্র তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd