সিলেটে প্রবাসী চাচির টাকা আত্মসাতের মামলায় গোলাম ঈমানীর জামিন নামঞ্জুর

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

সিলেটে প্রবাসী চাচির টাকা আত্মসাতের মামলায় গোলাম ঈমানীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : সিলেটে ইংল্যান্ড প্রবাসী নারীর সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ওই নারীর ভাসুরের ছেলেকে জেলে পাঠানো হয়েছে। আটককৃত আসামী গোলাম ঈমানী (৪৩) সিলেটের বিশ্বনাথ থানার তালিবপুর প্রকাশিত ফরহাদপুরের মৃত গোলাম কিবরিয়ার পুত্র। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের ম্যাজিস্ট্রেট গত (২৭ ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে প্রেরণ করেন। মামলার বাদী ওই আসামীর চাচার স্ত্রী ইংল্যান্ড প্রবাসী স্বপ্না আম্বিয়া।

বৃহস্পতিবার (১৬ই মার্চ) আদালতে জামিন আবেদন করেন আসামী গোলাম ঈমানীর আইনজীবী। কিন্তু গোলাম ঈমানীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

জানা গেছে, বাদী স্বপ্না আন্বিয়া দেশের বাইরে থাকার সুযোগে অভিযুক্ত আসামী সিলেটের দক্ষিণ সুরমাস্থ বাদীর মালিকাধীন আব্দুল গফুর মার্কেটের একাধিক স্পেস ও দোকান কোঠো ডাচ বাংলা ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠনের কাছে বেআইনীভাবে ভাড়া দেন। ভাড়া দিয়ে ২০১১ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভাড়া গ্রহণ করে বাদীর ৭ কোটি ৬১ লাখ ১৩ হাজার ৫শ’ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় স্বপ্না আন্বিয়া গত ২০২১ সারেল ১৪ জুলাই সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্টেট ৩য় আদালতে ২ জনকে অভিযুক্ত করে সিআর-৯০/২০২১ মামলা করেন। মামলাটি তদন্ত করে সিআইডি জোন সিলেট আদালতে চার্জশিট দেয়। এ মামলায় আসামী গোলাম ঈমানী উচ্চ আদলত থেকে জামিন নিয়ে বিদেশ চলে যান। দেশে ফিরে সোমবার আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..