বঙ্গবন্ধুর জন্মদিনে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার নানা কর্মসূচি পালন

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

বঙ্গবন্ধুর জন্মদিনে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার নানা কর্মসূচি পালন

ক্রাইম সিলেট ডেস্ক : নানা কর্মসূচি মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
গতকাল শুক্রবার সকাল পৌণে ৭টায় হাসপাতালের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম। শ্রদ্ধা নিবেদনের পর হাসপাতাল মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কাটা হয় বিশাল কেক। এর পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, সিনিয়র স্টোর অফিসার ডা. সোহেল আল রাফি, আবাসিক সার্জন (সার্জারি) ডা. মো. আদনান চৌধুরী, আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. আবু নঈম মোহাম্মদ, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, উপ সেবা তত্ত্বাবধায়ক ভারতী রানী আচার্য্য।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাছরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনএ ওসমানী হাসপাতাল শাখার উপদেষ্টা মো. গোলাম রাব্বানী, মো. জসীম উদ্দিন সরকার, সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ভ্রান্তি বালা দেবী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলেমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, নার্সিং কর্মকর্তা আনোয়ারা বেগম, মো. আমিনুল ইসলাম, আছমা আক্তার খানম, তৃষ্ণা তেরেজা ডি’কস্তা, সুমন চন্দ্র দেব, মুন্নী দেব, অর্পণা বর্ম্মন, রহিমা বেগম, এনায়েত হোসেন, মোহাম্মদ আব্দুল খালিক, মো. কিবরিয়া খোকন, মোসা. কনকলতা, সমীর চন্দ্র দাস, তানভীর আহমেদ, মিজান, রুহুল আমীন, মাধবী তারন, নুসরাত জাহান, লাবন্য, এম এন এ চৌধুরী (শান্ত), এনায়েত আল আমিন, সুমন চন্দ্র চন্দ, পার্থ সারথী দাস, শাহাদাত হোসেন, সৌরভ দাস তুষার, মাহবুব উদ্দীন সানি, সিলেট নার্সিং কলেজের স্টুডেন্ট প্রতিনিধি মঈন আল শ্রাবণ, বন্যা আক্তার, অর্পিতা কর্মকার, মোহনা ঘোষ, শ্যামল সরকারসহ সকল নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
আলোচনা সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নার্সিং কর্মকর্তা এনায়েত আল আমিন। গীতা পাঠ করেন নার্সিং কর্মকর্তা তনয় কুমার সাহা ও বাইবেল পাঠ করেন নার্সিং কর্মকর্তা তৃষ্ণা তেরেজা ডি’কস্তা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..