পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: হাকিম চৌধুরী

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধি :: পড়ালেখার পাশাপাশি খেলা-ধুলা শিক্ষার্থীর প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে বলে মন্ত্যব করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উক্ত প্রতিষ্টানের প্রতিষ্টাতা সভাপতি আব্দুল হাকিম চৌধুরী
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চার সাথে সাথে গুণগত শিক্ষার জন্য সম্মিলিতভাবে পথ খুঁজে বের করা বা পদক্ষেপ নেয়া আয়োজন। আমাদের এখন থেকে ভাবতে হবে আগামী দিন গুলোর জন্য। তবেই আমাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতীর আগামী দিনের নেতৃত্বের জন্য গড়ে তুলতে পারব।
সোমবার (১৯ শে মার্চ) গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডিএন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। ডিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক আজমান আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নন্দীর গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সাবেক প্রধান শিক্ষক হাজী ওসমান গনি পরিচালনা কমিটির মনোহর আলী সদস্য নাসির উদ্দীন, বশির আহমেদ, নজরুল ইসলাম, নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আং জব্বার উক্ত প্রতিষ্টানের সম্মানিত শিক্ষক মন্ডলী ও অভিভাবক প্রতিনিধি বৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..