সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
ডেস্ক রিপোর্ট: ফিফার আয়োজনে সিলেটে আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার (২৫ মার্চ) বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। পরে ২৮ মার্চ সিলেটে আরেকটি ম্যাচ খেলবে এ দু’দেশ।
এদিকে, খেলার সংবাদ সংগ্রহ করতে সিলেট জেলা স্টেডিয়ামের প্রেসবক্সে উপস্থিত হয়ে সাংবাদিকদের চক্ষু চড়কগাছ! এ যেন প্রেসব্ক্স নয়, জরাজীর্ণ-বিধ্বস্ত কোনো কক্ষ। সাংবাদিকদের ব্যবহার করার টেবিল ভাঙা। টেবিলে ধুলোর আস্তরণ। সামনের গ্লাসে সিমেন্টের প্রলেপ। গ্লাস-সহ পুরো বক্সই অপরিচ্ছন্ন। চেয়ারগুলো নড়বড়ে।
চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক সাদিকুর রহমান সাকি ক্ষোভ প্রকাশ করে বলেন- একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এ স্টেডিয়ামে। অথচ প্রেসবক্সের অবস্থা এমন শোচনীয়! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন চরম উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সাকি ছাড়াও বক্সে উপস্থিত সকল সাংবাদিক এ বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন।
এ বিষয়ে জানতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের মুঠোফোনে কল দিলে ‘আমি মাঠে আছি, পরে কথা বলবো’ বলে লাইন কেটে দেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd