বিশ্বনাথে প্রবাসী চেরাগ আলীর পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করলেন শফিক চৌধুরী

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

বিশ্বনাথে প্রবাসী চেরাগ আলীর পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করলেন শফিক চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মাগফেরাতের মাসে সরকারের পাশাপাশি সমাজের অসহায়-গরীব পরিবারগুলোর পাশে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
ধনীদের সম্পদে গরীবের অধিকার রয়েছে, আর তাদেরকে তাদের নিজের প্রাপ্য অধিকার দিতে হবে। তিনি আরো বলেন, জনবান্ধব সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বঞ্চিত মানুষের ভাগ্যান্নয়নে নানান প্রকল্প বাস্তবায়ন করেছেন। উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে গ্রহন করা হচ্ছে আরও নতুন নতুন নানান প্রদক্ষেপ।
তাই দেশের উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত রাখতে আসছে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকি ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
তিনি শনিবার (১ এপ্রিল) সকালে পৌর শহরের ইলামেরগাঁও গ্রামে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এআর চেরাগ আলী ও তার পরিবারবর্গের  উদ্যোগে  পৌরসভার ৯নং ওয়ার্ডের ২ শতাধিক অসহায়-গরীব-বঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, ছোলা, সয়াাবিন তৈল, পেয়াঁজ, আলু, লবন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম ইসাম, পৌর আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল্লাহ, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চেরাগ আলীর পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী তাজ আলী। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য ইয়াছিন আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, সংগঠক রিপন মিয়া, নিজাম উদ্দিন, বাবুল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..