সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩
ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শেষ হচ্ছে সিরিজের আনুষ্ঠানিকতা। শক্তির বিচারে বর্তমানে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে আইরিশরা দুর্বলতম। তার পরেও বাংলাদেশের পূর্ণশক্তির দল ঘোষণার পেছনের কারণ জানিয়েছেন, জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক। তার মতে, টেস্ট ফরম্যাট পুরোপুরি ভিন্ন একটি ব্যাপার।
অথচ শুরুর দিকে আইপিএলের জন্য লিটন দাস, সাকিব আল হাসানের না খেলার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। সেই জায়গায় তাদের রেখেই ১৪ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে বিসিবি। তার পর রবিবার এই সিদ্ধান্তের যুক্তি তুলে ধরেন রাজ্জাক, ‘টেস্ট ম্যাচ একটা ডিফারেন্ট জিনিস। আমরাও যখন প্রথম টেস্ট ম্যাচ খেলতাম, একদম প্রথম দিকে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার মূল দলই খেলতো। ইন্ডিয়া টিম কিন্তু মূল দল নিয়েই আসে। টেস্ট ম্যাচ হয়তো চ্যাম্পিয়নশিপের অংশ না, কিন্তু টেস্ট ম্যাচ জিতে রাখা একটা ডিফারেন্ট ব্যাপার। তো এইটা থেকে কেউ নিজেদের বঞ্চিত করতে চায় না।’
আয়ারল্যান্ড দল এই প্রথম বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলছে। তাছাড়া চার বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছে আইরিশরা। তার পরেও রাজ্জাক মনে করেন, সফরকারীদের সেভাবে হালকাভাবে দেখার সুযোগ নেই, ‘ওদের প্রচুর প্লেয়ার কাউন্টি ক্রিকেট খেলে। তো ওদেরকে সেভাবে দেখার মতো কিছু নাই। আমাদের সওেঙ্গ ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজ দেখে যদি মনে হয়ে থাকে ওরা ভালো টিম না, তাহলে ভুল হচ্ছে। ওরা যা খেলছে, তার থেকে বেটার টিম। হয়তো এখানে ওরা মানিয়ে নিতে পারেনি। কিন্তু ওদের যে পারফরম্যান্স দেখেছেন, তার চেয়ে ভালো দল।’
একমাত্র টেস্ট নিয়ে রাজ্জাকের চাওয়া ভালো একটা জয়, ‘আমি চাই, খুব ভালোভাবে টেস্ট ম্যাচটা জিতুক। একটা সময় ছিল প্রথমদিকে, আমাদের সঙ্গে খেলতো, সমানে ডমিনেট করে জিততো। আমরাও চাই, সেইভাবে করতে। আমাদেরও ওই উন্নতিটা হচ্ছে। নতুনদের সঙ্গে আমাদের পার্থক্যটাও ওই রকম।’
শেষ পর্যন্ত সাকিব-লিটনকে রেখে দেওয়ায় ভারসাম্যপূর্ণ দল নিয়ে বাংলাদেশ খেলতে নামছে। এই অবস্থায় সাকিব, লিটনের থাকাটা স্বস্তির কিনা? এমন প্রশ্নের জবাবে রাজ্জাক বলেছেন, ‘অবশ্যই। ওরা তো গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সাকিব তো অধিনায়কই। আর লিটন তো এখন অন্যতম সেরা ক্রিকেটার। তো এরা যদি দলে থাকে স্বাভাবিকভাবেই দলের পরিবেশ পরিবর্তন হয়ে যায়। কিছুটা বেটার হওয়ারই কথা। আর আইপিএল এটা আসলে বোর্ডের সিদ্ধান্ত। পাশাপাশি প্লেয়ারদেরও ব্যাপার থাকে। ওরা আসলে কী চাচ্ছে। এত দিকে আমি যাবো না। তবে মনে করি, ওরা থাকাতে টিমে পরিবেশ ভালো থাকে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd