সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটে যখন সিটি নির্বাচনের জোর হাওয়া বইছে, ঠিক তখন হঠাৎ লন্ডন গেলেন সিসিক মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি রোববার (২ এপ্রিল) সকাল ১০ টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেন।
ব্যক্তিগত এই সফরে মেয়র আরিফ এক সপ্তাহের মতো সময় লন্ডনে অবস্থান করবেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন।
উল্লেখ্য, মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত ১৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তাঁর হার্টে রিং পরানো হয়। ঢাকায় এক সপ্তাহ চিকিৎসা নিয়ে তিনি ২২ মার্চ সিলেট ফেরেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd