বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কথা। কিন্তু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তা সম্ভব হচ্ছেনা, আর এসব সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে সরকার দলীয় নেতারা।
বর্তমানে তাই সবকিছু সিন্ডিকেটের কবলে। অনেক পরিবারের মানুষ ইফতার করতে পারছে না। একটি পত্রিকায় দেখলাম বিমানের টিকিটও সেই সিন্ডিকেটের কবলে।
যদি সব কিছুই সিন্ডিকেটের কবলে চলে যায়, তাহলে সরকার ক্ষমতায় বসে কি করে? আঙ্গুল চুষে?’ তিনি আরো বলেন, ওই সরকার ভারতকে সুবিধা দিতেই দেশে পাথর উত্তোলন বন্ধ রেখেছে সরকার। আর এতে করে দেশবাসী নিজেদের প্রয়োজনে ভারত থেকে আসা পাথর বেশি দামে ক্রয় করছেন।
তিনি সোমবার (১০ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১০ দফা দাবি’তে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহিদ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ও যুগ্ম সম্পাদক শামছুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, জামাল আহমদ, কাওছার খান, আসাদুজ্জামান নূর আসাদ, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, গোবিন্দ দাশ, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, হাফিজ আরব খান, আব্দুর রব সরকার, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরশ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন, কলেজ ছাত্রদল নেতা মামুন আহমদ।
এসময় অবস্থান কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।