সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩
ধর্মপাশা সংবাদদাতা: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। জন প্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ২৬ বা ২৭ কেজি। এ ছাড়াও নির্ধারিত সময়ে দোকান না খোলাসহ নানা অভিযোগ রয়েছে ডিলারের বিরুদ্ধে। এতে বঞ্চিত হচ্ছেন কার্ডধারী গরিবরা। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
অভিযুক্ত ডিলারের নাম তোফায়েল আহমেদের বিরুদ্ধে। তিনি ডিজিটাল মিটারে চাল পরিমাপ না করে বালতি দিয়ে চাল বস্তায় ভরে দিয়েই বলছেন ৩০ কেজি চাল। এ নিয়ে উপকারভোগীদের সাথে ঝগড়া লেগেই চলে দিনভর। বাড়াবাড়ি করলে বিভিন্নভাবে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন কার্ডধারী অনেকেই।
খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীরা জানান, ডিলাররা ৫০ কেজির চালের বস্তা খুলে দাঁড়িপাল্লা বা ওজন মাপার যন্ত্র দিয়ে মেপে না দিয়ে বালতি ভরে চাল মেপে দেন। এভাবে চাল দেওয়ার সময় ডিলারদের কর্মচারীরা প্রতিজনকে অন্তত আড়াই থেকে ৩ কেজি করে চাল কম দিচ্ছেন।
খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী জুঁই রানী তালুকদার জানান, অন্যবার ডিলার তাদের ৩০ কেজি প্যাকেটের চাল ৪৫০ টাকায় দিতেন। এবার বড় বস্তায় চাল থাকার কারণে ডিলার বস্তা খুলে তাদের বালতি দিয়ে চাল দেওয়ায় দুই-তিন কেজি কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে সাড়ে ১১টায় এলে আমাদেরও একইভাবে বালতিতে ভরে চাল দিয়ে বলে এখানে ৩০ কেজি চাল আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভোক্তভোগীরা বলেন, আমাদের ডিজিটাল মিটারে পরিমাপ না করেই বালতি দিয়ে বস্তায় ভরে দেওয়া হচ্ছে। পরিমাপ না করেই বলা হচ্ছে ৩০ কেজি চাল আছে। পরে অন্য দোকানে পরিমাপ করে দেখা যায় ২৬ কেজির একটু বেশি।
এসব অনিয়মে বিষয়ে জানতে চাইলে ডিলার তোফেল আহমেদ তিনি অভিযোগ অস্বীকার করে তার মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধর্মপাশা খাদ্যগুদামের ওসিএলএসডি নিপেন্দ্র কুমার নাথ জানান, ডিলার তোফায়েলকে আমি একবার সতর্ক করে দিয়ে এসেছি যেনো ওজনে কম না দেয়। ওজনে কম দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চালে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এই বিষয় খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd