সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর সিলেটের পক্ষ থেকে গরীব, অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ১৭ পদাতিক ডিভিশনের ৩৬০ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিলেট সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাখাই উপজেলা ছাড়াও মাধবপুর উপজেলা, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সিলেটসহ বেশ কিছু স্থানে প্রায় ৩০৮০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আটা, তৈল, চিনি, লবন, চাল, চিনিগুড়া, সেমাই চা পাতা ও গুড়া দুধসহ অন্যান্য সামগ্রী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd