সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ের রিভার ভিউ রিসোর্ট এন্ড আবাসিক হোটেলের পাশ থেকে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার। গতকাল সোমবার বিকেলে হোটেলের পাশের ঝর্ণা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ, থানায় মামলা দায়ের। নিহত পর্যটকের নাম আল ইমরান (৩৩), সে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার গুড়ই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার কিশোরগঞ্জের নিকলি এলাকা থেকে আল ইমরান ও খোশ নহার নামের দুই পর্টযক জাফলংয়ে ঘুরতে আসে, গাড়ী থেকে নেমে সকালের দিকে দুজনে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে জাফলংয়ের রিভার ভিউ রিসোর্ট এন্ড হোটেলের ১০১ নম্বর কক্ষে উঠেন। পরদিন সোমবার বেলা আড়াইটার দিকে হোটেলের পাশের ঝর্ণায় স্থানীয় লোকজন এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং এটি পর্যটক আল ইমরানের মৃতদেহ বলে সনাক্ত করে হোটেল কতৃপক্ষ। নিহতের নাক, মুখ, গলায় এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের সঙ্গে আসা স্ত্রী পরিচয়দান করী খোশ নাহার পলাতক রয়েছে।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মোঃ সেলিম, কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে. এম নজরুল ইসলাম,জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ, সিলেটের ডিবি উত্তরের পরিদর্শক রেফায়েত উল্লাহ, পিবিআই সিলেটের ইন্সপেক্টর ইকবাল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মো. সেলিম সাংবাদিকদের জানান, নিহত আল ইমরানের পিতা হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করার পরপর ঘটনার তদন্তে এবং হত্যা রহস্য উদ্ঘাটনে থানা পুলিশ, ডিবি ও পিবিআইসহ পুলিশের একাধিক ইউনিট এক সঙ্গে কাজ শুরু করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড। খুব দ্রুত আমরা ঘটনার সাথে জড়িতদের আটক করতে সক্ষম হব। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd