সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩
নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে করা ৫ কোটি টাকার মানহানীর মামলা খারিজ করে অভিযুক্তদের অব্যাহতি দিয়েছেন আদালত।
হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন এ মামলার রায় দেন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সিআর তাজুল ইসলাম এ আদেশ জানান।
সাংবাদিকরা হলেন, দৈনিক সমকাল ও দৈনিক খোয়াইর প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,এ আহমদ আজাদ এবং দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম, মুজিবুর রহমান। বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন জেলা বারের সাবেক সভাপতি এড.মোঃ বদরু মিয়া ও এড.শাহ ফখরুজ্জামান।
জানা গেছে, ২০১৯ সালে ‘কয়েকটি আইডির ফেসবুক পোষ্ট প্রকাশ নিয়ে গত ১২/০৯/২০১৯ তারিখে ফরজুন আক্তার মনি সাংবাদিক এম,এ আহমদ আজাদ ও এম,মুজিবুর রহমানের নামে ৫ কোটি টাকার মানহানী মামলা দায়ের করেন। (সিআর দরখাস্ত মামলা নং৪৪২/২০১৯)
প্রথমে হবিগঞ্জ সিআইডি পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক মামলাটির তদন্ত সাপেক্ষে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। বাদী নারাজি পিটিশন দাখিল করেন পরে হবিগঞ্জ পিবিআই পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথও তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
সাংবাদিক এম,মুজিবুর রহমান জানান, ‘সিআইডি পুলিশ তদন্তে কথিত মানবাধিকার কর্মী ফরজুন আক্তার মনির প্রতারণার বিভিন্ন সত্য তথ্য উপস্থাপন করা হয়েছিল। কিন্তু তিনি আমাদের মিথ্যা মানহানীর মামলা দায়ের করেন। পরে পিআইবি পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ একটি মিথ্যা ও অতিরঞ্জিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি বিধায় বিচারক মামলা খারিজ করে আমাদের বেকসুর খালাস দিয়েছেন।’
উল্লেখ্য যে, গত ৬ নভেম্বর সিলেট সাইবার আদালতের বিচারক আবুল কাশেম সরকার কথিত ফরজুন আক্তার মনি একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ বছরের কারাদন্ড ও ৪লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ৬মাস জেল হাজতে থাকার পর বর্তমানে সে মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের জামিনে রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd